দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংস নিয়ে রায়ে সিবিআইয়ের বিশেষ আদালত লালকৃষ্ণ আডবাণী সহ ৩২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করেছে। এমনকি আদালত জানিয়েছে, বাবরি মসজিদ ধ্বংস পরিকল্পনা করে করা হয়নি।
সিবিআই বিশেষ আদালতের এই রায় নিয়ে যখন একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে, তখন বাংলায় শাসক দল কোনও প্রতিক্রিয়াই দেয়নি। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে, সরাসরি প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
অধীর চৌধুরী বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি তৃণমূলের যে নেতারা কথায় কথায় ট্যুইট করেন, তাঁরা কি আজ সবাই ঘুমিয়ে পড়েছেন! তাঁরা কি জানেনই না বাবরি ধ্বংস মামলায় সব অভিযুক্তকেই বেকসুর খালাস করা হয়েছে! আমি বরাবরই বলেছি, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল নয়। একদা বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোস্তি ছিল। এখনও আপদে বিপদে তাঁদের স্মরণ করেন। আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়া জানালে পাছে হিন্দুরা অসন্তুষ্ট হন, তাই তৃণমূল এখন ঘাপটি মেরে আছে।”
এ ব্যাপারে সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “নাগপুরের আরএসএস সদর দফতর থেকে নির্দেশ আসেনি বলে.মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া দেননি।” সেলিমের আরও বক্তব্য, “দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে মুঠোয় আনার চেষ্টা হচ্ছে। যা আধুনিক রাষ্ট্র হিসেবে ভারতের মর্যাদাকে ক্ষুন্ন করছে।”