Wednesday, February 5, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

কেন ঠিক ৭টা ২৯? ধোনির অবসর ঘোষণার সময় নিয়ে চর্চা তুঙ্গে

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ধোনির অবসর গ্রহণের সময় নিয়ে চলছে জোর চর্চা। শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্ত, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধোনি লেখেন, ‘সারা জীবন ধরে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আজকের এই ৭টা ২৯ মিনিট থেকে আমাকে প্রাক্তন বলে ধরে নিতে পারেন!’

অনেকেই বিস্মিত, ধোনি কেন ৭টা ২৯ মিনিটকেই বেছে নিলেন? কেন অন্য সময় নয়? ধোনির অবসর গ্রহণের সময় নিয়েই চলছে জোর চর্চা। অনেকেই বিস্মিত, ধোনি কেন ৭টা ২৯ মিনিটকেই বেছে নিলেন? কেন অন্য সময় নয়? ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার ৭টা ২৯ মিনিটে শেষ করে দেওয়ার পিছনে কি ছিল বিশেষ কোনও কারণ?

অনেকেই বলছেন, গত বছরের ৯ জুলাই ঠিক এই সময়ই ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। প্রায় হারতে বসা একটা ম্যাচে জীবন এনে দিয়েছিলেন ধোনি। তিনি আর রবীন্দ্র জাদেজা লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন ভারতকে। শেষমেশ মার্টিন গাপ্তিলের রকেট থ্রো ধোনির উইকেট ভেঙে দেয়।


ধোনি ফিরে যাওয়ার পরে ভারতের পক্ষে ম্যাচ বের করা আর সম্ভব হয়নি। ভারত যখন মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তখন ভারতীয় সময় নাকি ছিল ৭টা ২৯। ঘটনাক্রমে সেটাই ছিল ধোনির শেষ ম্যাচ। সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই ধোনি নাকি ৭টা ২৯ মিনিটকে বেছে নেন অবসরের সময় হিসাবে।

কেউ আবার বলছেন, ধোনি ৭ নম্বর জার্সি পরতেন। তিনি অবসর নেওয়ার কিছু ক্ষণের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান সুরেশ রায়নাও। রায়না ৩ নম্বর জার্সি পরে খেলতেন। ধোনি ও রায়নার জার্সির নম্বর এক করলে হয় ৭৩। শনিবার ভারত স্বাধীনতার ৭৩ বছর পূরণ করল। দু’জনে হয়তো আগে থেকেই স্থির করে রেখেছিলেন স্বাধীনতা দিবসই অবসর নেবেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!