Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘নগরের নটী’ পায়েল, তনুশ্রীরা কেন প্রার্থী, হেরে দিলীপ ঘোষদের প্রকাশ্য তোপ তথাগতর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একুশের ভোটে তারকাদের হাত ধরেও বাংলায় গেরুয়া ঝড় তুলতে পারেনি পদ্মশিবির। কার্যত তারকা ম্যাজিক মুখ থুবড়ে পড়েছে এই নির্বাচনে। এই তারকা চমকেও বিজেপির ভোটবাক্স ম্লান হওয়া নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়।

বিজেপি-র তারকা প্রার্থীদের একাংশকে নাম করে ‘নগরীর নটী’ বিশেষণ দেওয়া হোক বা দলীয় নেতৃত্বকে ‘প্রভূ’ হিসেবে উল্লেখ করা— বাছা শব্দচয়নে শুধু কটাক্ষই নয়, বিজেপি নেতৃত্বকে প্রশ্নবাণেও বিদ্ধ করেছেন তিনি।

মঙ্গলবার বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত ট্যুইট করেন, ‛‘পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল?” শুধু এইটুকু বলেই থামেননি তথাগত! দিলীপ, কৈলাশ, শিবপ্রকাশ, অরবিন্দ নাম উল্লেখ করে কার্যত ট্যুইটে তিনি তুলোধনা করেন।

 

Leave a Reply

error: Content is protected !!