দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যদের ভিনধর্মে বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তাঁর প্রশ্ন, বিজেপি নেতাদের পরিবারে ভিন্ন ধর্মালম্বীকে বিয়ে করলে কি তাকে ‘প্রেম জিহাদ’ বলা হবে?
তিনি বলেন, ‘বেশ কয়েকজন বিজেপি নেতার পরিবারেও ভিন্ন ধর্মাবলম্বী পাত্র-পাত্রীর সঙ্গে বিয়ের ঘটনা ঘটেছে। বিজেপি নেতাদের কাছে জানতে চাইছি, এগুলি কি প্রেম জিহাদের আওতায় পড়বে?’ বাঘেলের মন্তব্যের জেরে বিজেপি নেতা অজয় চন্দ্রকর বলেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য করা উচিত হয়নি।