দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় আলাদা একটি মসজিদের জন্য পাঁচ একর জমি নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে ১৫ দিন সময় নিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফরিয়াব জিলানির তথ্যানুসারে, আগামী ১৫ দিনের মধ্যে সুন্নি বোর্ডের একটি বৈঠক ডাকা হবে।
আগামী ২৬ নভেম্বর এই বৈঠক ডাকা হতে পারে। সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে মুসলমানরা পাঁচ একর জমি নেবে কেনা, এতে সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। এছাড়া মুসলমানদের ধর্মীয় পবিত্র স্থানগুলোকে সুরক্ষার বিষয়েও কথা হবে বৈঠকে। জিলানি আগেই জানিয়েছেন, তারা রায় পর্যালোচনা করবেন এবং সম্ভবত রিভিউ চাইবেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন