Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

এখনও ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে চিন, আমার রক্ত টগবগ করে ফুটছে : রাহুল

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সীমান্তে ভারত এবং চিনের সঙ্ঘাতের উত্তাপ খানিকটা কমেছে। কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলা থামাচ্ছেন না রাহুল গান্ধী। রবিবার একটি ভিডিও বার্তায় তিনি জোর গলায় দাবি করেছেন, এখনও ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে চিন।

১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওয় রাহুল বলেন, ‘ভারতীয় হিসাবে আমি আমার দেশ এবং দেশের মানুষকে অগ্রাধিকার দিই। এখন এটা স্পষ্ট যে চিনারা আমাদের ভূখণ্ডে ঢুকেছে। এটা আমাকে বিরক্ত করছে। সাফ জানাই, আমার রক্ত টগবগ করে ফুটছে।’

ট্যুইটে রাহুল লিখেছেন, ‘চিনারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। সত্য গোপন করা এবং তাদের সুযোগ দেওয়াটাই জাতীয়তাবাদ বিরোধী। এটা জনগণের সামনে তুলে ধরাটাই দেশপ্রেম।’ নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তোপ দেগেছেন রাহুল। তাঁর মতে, ‘যারা বলছে চিনা অনুপ্রবেশ ঘটেনি তারা জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমীও নয়।’

ভিডিওতে আবেগতাড়িত গলায় তিনি বলেন, ‘আমি স্যাটেলাইট ছবি দেখেছি, প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গেও কথা বলেছি। এর পর আমি এই মিথ্যা বলতে পারব না যে চিনা অনুপ্রবেশ ঘটেনি। আমার গোটা রাজনৈতিক কেরিয়ার ধ্বংস যাক, আমি মিথ্যা বলতে পারব না।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!