Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আমরা আর বেশিদিন অপেক্ষা করব না, বিজেপিকে নজিরবিহীন হুমকি শিবসেনার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিকে নজিরবিহীন হুমকি শিবসেনার! দলটির নেতারা হুমকির সুরে বলেছেন, আমরা আর বেশিদিন অপেক্ষা করব না। বিজেপির মন্ত্রী সুধীর মুনগানতিয়ারের হুমকির জবাবেই পাল্টা হুমকি দিয়েছে শিবসেনা। সুধীর বলেছিলেন, রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে মূল বাধা হল শিবসেনা। তারা মুখ্যমন্ত্রী পদটি আড়াই বছরের জন্য চাইছে বলেই সরকার গড়া যাচ্ছে না। ৮ নভেম্বরের মধ্যে সরকার গঠন করতে না পারলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হবে।

আজ তারই জবাবে শিবসেনার তরফে বলা হয়েছে, আমাদের রাষ্ট্রপতি শাসনের ভয় দেখিয়ে লাভ হবে না। শিবসেনার এমপি সঞ্জয় রাউতের কথায়, “ভারতের আইন অনুযায়ী, রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক। আমাদের যারা রাষ্ট্রপতি শাসনের ভয় দেখাচ্ছে, তারা সরকার গঠনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু তাদের আর উপায় নেই। সেক্ষেত্রে শিবসেনাও আর বেশিদিন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলবে না।” উল্লেখ্য, ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫ আসন। শিবসেনা পেয়েছে ৫৬ টি। রাজ্যে সরকার গড়তে চাই ১৪৫ টি আসন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!