Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

পদ্ম শিবিরে জোর ধাক্কা! সরকার গড়তে শিবসেনাকে সমর্থন করবে কংগ্রেস, উদ্ধবকে ফোন সোনিয়ার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির সরকারকে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। পদ্মশিবিরে জোর ধাক্কা দিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল কংগ্রেস। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ফোন করে উদ্ধবকে সমর্থনের কথা জানান। এর আগে উদ্ধব মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন।

এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সোনিয়াকে ফোন করে সমর্থন চান। তখন কংগ্রেস সভানেত্রী তাঁকে সরাসরি হ্যাঁ বা না বলেননি। শুধু বলেন, আমি আপনাকে পরে ফোন করছি। সোনিয়া আগে শিবসেনার সঙ্গে ঐক্যের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়করা বলেন, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে শিবসেনাকে সমর্থন করা উচিত। পরে সোনিয়া তাঁদের কথা মেনে নেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!