দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজব এই দেশ। যেখানে মানুষের চেয়ে গরু প্রেম বড় কথা। আসন্ন শীতে দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে যখন বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিচ্ছে, তখন গরুদের জন্য শীতবস্ত্রের আয়োজন করছে উত্তরপ্রদেশের অযোধ্যা পুরনিগম।
অবাক করা এই সিদ্ধান্তে নিগম কর্তৃপক্ষের যুক্তি, কনকনে শীতে শুধু মানুষ নয়, কষ্ট হয় প্রাণীদেরও। তাই এবার শীতের কষ্ট দূর করার জন্য গরুদের জন্য শীতবস্ত্রের অর্ডার দেওয়া হয়েছে। তবে সব প্রাণীর ঠান্ডা লাগা নিয়ে অবশ্য উদ্বিগ্ন নয় তারা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
বিজেপি নেতা তথা অযোধ্যার মেয়র হৃষীকেশ উপাধ্যায়ের কথায়, ‛আমরা উদ্যোগ নিয়েছি পাট দিয়ে কোট তৈরি করানোর। গরুর শরীরের মাপমতো তৈরি হবে কোট। সেগুলি পরিয়ে দিলে গরুর শীত করবে না।’ তিনি আরও বলেন, ‛এই উদ্যোগ সফল হলে রাজ্য সরকারকে গোটা রাজ্যে তা বাস্তবায়ন করার প্রস্তাব দেওয়া হবে।’
এহেন আজব কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পরেই সমালোচনা শুরু হয়েছে নানা স্তরে। প্রশ্ন উঠেছে, শীতের প্রকোপে প্রতি বছর শয়ে শয়ে মানুষ মারা যান, দেশের অসংখ্য মানুষের মাথার ওপর ছাদ নেই, পেটভরে খাবার নেই, সেখানে গরুর জন্য আলাদা করে শীতবস্ত্র কেনার সিদ্ধান্ত কেন?
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন