দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে শিশুমৃত্যুর হার নিয়ে চমকে দেওয়ার মতো রিপোর্ট প্রকাশ করল ইউনিসেফ। ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন, ২০১৯’ শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে ২০১৮ সালে ভারতবর্ষে অপুষ্টি-সহ নানান কারণে ৮ লক্ষ ৮০ হাজার শিশুর মৃত্যু হয়েছে। দু’দিন আগেই প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচক বা হাঙ্গার ইনডেক্স-এর রিপোর্ট দেশের হাড় জিরজিরে ছবিটা সামনে এনেছিল। জানা গিয়েছিল বিশ্ব ক্ষুধা সূচকে ভারত পিছিয়ে যেতে যেতে আপাতত ১০২ নম্বর স্থানে জায়গা। দু’দিনের ব্যবধানে প্রকাশিত এই দুটি রিপোর্টে দেশজুড়ে আলোড়ন শুরু হয়েছে।
ইউনিসেফ-এর প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে, দেশের মাত্র ২১ শতাংশ শিশুর খাদ্যতালিকায় বিবিধ এবং সুষম আহারের যথাযথ সমন্বয় মেলে। অর্থাৎ ৭৯ শতাংশ শিশু থেকে যায় এর বাইরে। রিপোর্ট অনুযায়ী, প্রতি হাজারটি শিশুর মধ্যে ৩৭টি শিশুর মৃত্যু হয় অপুষ্টি-সহ নানা কারণে। পুষ্টির অভাবে অধিকাংশ শিশুই নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। হাইপার টেনশন, সুগার, কিডনির অসুখ জাঁকিয়ে বসছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে। শিশুমৃত্যুর ক্ষেত্রে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, দারিদ্রতা ও সচেতনতার অভাব। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, পরিষ্কার জলের অভাব, টীকাকরণ না করানো তো আছেই।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন