দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিশাসিত উত্তরপ্রদেশ যেন ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান চোখ কপালে তুলেছে দেশবাসীর। পুলিশি হিসাব অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শুধু উন্নাওতেই ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে ১৮৫টি। অনেকেই বলেন, লোকলজ্জার ভয়ে অধিকাংশ যৌন হেনস্থার ঘটনা পুলিশ পর্যন্ত যায় না। ফলে সেটা ধরলে সহজেই বোঝা যাচ্ছে কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের এই জনপদের।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
লখনউ থেকে ৬৩ কিলোমিটার এবং কানপুর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত উন্নাও। ৩১ লাখের জনসংখ্যার এই জায়গায় প্রায় প্রতিদিন একটি করে যৌন হেনস্থার ঘটনা ঘটে। এটা শুধু উন্নাওয়ের পরিসংখ্যান। স্থানীয়দের মতে, অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উন্নাও। সেখানকার আসোহা, আজগাইন, মাখি এবং বাঙ্গারমাউয়ে সবচেয়ে খারাপ অবস্থা মহিলাদের। স্থানীয়দের বক্তব্য, উন্নাওয়ে যারা মহিলাদের উপর আক্রমণ শানায় তাদের রাজনীতিকরা ব্যবহার করে। সে কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না প্রশাসন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন