দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেগঙ্গায় স্বাধীনতা দিবসে আয়োজিত তৃণমূলে একটি অনুষ্ঠানের ভিডিও নিয়ে ছি ছি শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দেগঙ্গায় তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মঞ্চের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ছিল। কিন্তু গন্ডগোলটা বাঁধল অনুষ্ঠান পরিচালনা নিয়ে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেজে উঠল ‘নাগিন ডান্স’। সেইসঙ্গে অশালীন পোশাকে মঞ্চে উদ্যাম নাচতে দেখা গেল তিনটি মেয়েকে। তাঁদের নাচে উপস্থিত জনতার মধ্যেও উত্তেজনা ছিল তুঙ্গে। যদিও এই ভিডিওটি ঠিক কোন বছরের সেই বিষয়ে দৈনিক সমাচার-এর কাছে কোন সঠিক তথ্য প্রমাণ নেই। তবে ইদানিংকালে এই ভিডিওটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে।
Independence Day celebration organised by local Trinamool Congress leaders in Deganga, North 24 Pargana district pic.twitter.com/e47m9vVxki
— Indrajit Kolkata | ইন্দ্রজিৎ কলকাতা (@iindrojit) August 19, 2020