দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে ভোট গণনা শুরু হয়েছে। এবং ফলাফল প্রকাশ হতে শুরু হতেই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে হাড্ডা হাড্ডি লড়াই ফুটে উঠেছে মার্কিন মানচিত্রে। প্রাথমিক ভাবে ইন্ডিয়ানা, কেন্টাকি ও পশ্চিম ভার্জিনিয়া নিজের পকেটে পুড়লেও ভোট গণনা যত এগিয়েছে, ততই ট্রাম্পকে টেক্কা দিয়ে পূর্ব উপকূলে নীল রঙে রাঙিয়েছেন বাইডেন।
২৯ ইলেকটোরাল কলেজ বিশিষ্ট নিউ ইয়র্ক চিরলকাল ডেমোক্র্যাটদের দুর্গ বলে পরিচিত। সেই স্টেট অনায়াসেই জিতে যান জো বাইডেন। নিউ ইয়র্কে ৮০ শতাংশ ভোট পান জো বাইডেন। এছাড়া পূর্ব উপকূলের আরও বেশ কয়েকটি রাজ্যে লিড নিয়েছেন জো বাইডেন। ভারমন্ট, ম্যাসেচুসেটস, কনেটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়াতে বিজয়ী ঘোষিত হয়েছেন বাইডেন।