Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মেয়ের শ্লীলতাহানি, মাকে ধর্ষণ! রাজস্থানের বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৪২ বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর নাবালিক মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠল রাজস্থানের এক বিজেপি নেতার বিরুদ্ধে। ওই বিজেপি নেতার নাম মোহন জাত। ৪২ বছরের নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, কয়েক মাস আগে জমি সংক্রান্ত বিষয়ে ওই বিজেপি নেতার সঙ্গে আলোচনা করতে যান নির্যাতিতা। বিজেপি নেতার সঙ্গে ছিলেন একজন ব্যবসায়ী ও দুইজন মহিলা। নির্যাতিতার অভিযোগ, সেই দিন ওই রাজনীতিক ও ব্যবসায়ী মিলে গণধর্ষণ করেন। তাঁর নাবালিকা মেয়েকেও শ্লীলতাহানি করেন। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!