Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ড্রাইভারের স্ত্রীকে ধর্ষণ! গুরুতর অভিযোগ কুরআনের আয়াত বাদ দিতে বলা রিজভীর বিরুদ্ধে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিজের ড্রাইভারের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের হল উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি ঘনিষ্ঠ ওয়াসিম রিজভীর বিরুদ্ধে। মঙ্গলবার ভুক্তভোগী একাধিক আইনজীবীসহ সাদাতগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ওয়াসিম রিজভীর বিরুদ্ধে জঘন্য এই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ওয়াসিম রিজভী সম্প্রতি সুপ্রিমকোর্টে কুরআনের কিছু আয়াত (শ্লোক) বাদ দেওয়ার জন্য মামলা দায়ের করেছিলেন। যার পরেই মুসলিম সমাজ ক্ষিপ্ত হয়েছিল তার উপরে।

সূত্রমতে, ভুক্তভোগী রিজভির চালকের স্ত্রীর অভিযোগ, যে কোনও কাজের অজুহাতে স্বামীকে বাইরে পাঠিয়ে রিজভী তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত।

ওই মহিলার আরও অভিযোগ, যখন তিনি এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তখন রিজভী তাকে “অশ্লীল” ফটো এবং ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাকে চুপ করে দিতেন। এমনকি প্রাণে মারার হুমকি দিতেন। এবাকিধবার এই হুমকি দেওয়ায় মানসিক চাপে পড়ে তিনি ১১ জুন তার স্বামীর কাছে রিজভীর এই জঘন্য ঘটনা বর্ণনা করেন। এরপরেই তার স্বামী রিজভীর মুখোমুখি হন এবং প্রতিবাদ জানান। কিন্তু তার পরেই তাকে পাল্টা মারধর করেন রিজভী ও তার লোকজন।

ভুক্তভোগীর স্বামী বলেন যে তার স্ত্রী গত ছয় মাস ধরে এই শোষণের শিকার। তিনি দাবি জানান, “আমরা দাবি করছি যে রিজভীকে আইনের অধীনে এনে একটি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।”

ওয়াসিম রিজভী অবশ্য দাবি করেছেন যে তাঁর চালক তাকে ফাঁসাচ্ছেন। রিজভী বলেন, তাঁর চালক তার বিরোধীদের সাথে সাক্ষাত করছিলেন, যার অভিযোগ তিনি কুরআন লেখার পর্বের পরে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। “সুরক্ষার কথা বিবেচনা করে আমি কিছুদিন আগে ড্রাইভারকে তার চাকরি থেকে সরিয়ে দিয়েছিলাম। তার প্রতিশোধ নেওয়ার জন্য এই দম্পতি আমাকে পরিকল্পনা করে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।”

সাদাতগঞ্জের পুলিশ অফিসার ব্রজেশ যাদব জানান, ওই মহিলার স্বামী রিজভীর চালক ছিলেন। মঙ্গলবার তার স্ত্রী বহু উকিল সহ থানায় পৌঁছেছিলেন। মহিলার মতে, বিগত বহু বছর ধরে তার স্বামী রিজভির চাকরি করছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং প্রমাণ সংগ্রহের পরে মামলা করা হবে।

 

Leave a Reply

error: Content is protected !!