দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ডোম পদে চাকরিপ্রার্থী হিসাবে আবেদন করেছিলেন ইতিহাসে প্রথম শ্রেণির স্নাতক স্বর্ণালি সামন্ত। প্রথম শ্রেণির স্নাতক ডোম পদের চাকরিপ্রার্থী! বিষয়টি কোনও ভাবে প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
যদিও এতে বিস্ময়ের কিছু দেখছেন না হাওড়া শিবপুরের বাসিন্দা স্বর্ণালি। তাঁর মতে, যাঁদের চাকরি নেই, তাঁদের তো চাকরি দরকার। তা সে যে পদই হোক না কেন। কাজের কোনও ছোট বড় হয় না বলেও মন্তব্য তাঁর।
পদের নাম ল্যাব অ্যাটেনড্যান্ট বা পরীক্ষাগার সহকারী। এনআরএস হাসপাতালের তরফে গত বছর ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল ‘পরীক্ষাগার সহকারী’ পদে নিয়োগের ওই বিজ্ঞাপন। নেটমাধ্যমে সেই বিজ্ঞাপন দেখেই এপ্লাই করেছিলেন শিবপুরের স্বর্ণালি।