Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ্যে জিভ কেটে কোমরের হাড় ভেঙে গণধর্ষণ! ২ সপ্তাহ লড়াইয়ের পর মৃত তরুণী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যোগীর রাজত্বে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য উত্তরপ্রদেশ। জিভ কেটে কোমরের হাড় ভেঙে গণধর্ষণ করেছিল ৪ হিংস্র হায়না। মৃত্যুর সঙ্গে ২ সপ্তাহ লড়াইয়ের পর জীবন যুদ্ধে পরাজিত হলেন সেই তরুণী। উত্তরপ্রদেশের হাথরাসে ক্ষেতে পরিবারের সঙ্গে কাজ করছিলেন। ওড়না গলায় জড়িয়ে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার জন। জিভ কেটে নেয় নিগৃহীতার। ২০ বছরের সেই দলিত তরুণী এদিন দিল্লির হাসপাতালে মারা গেলেন। পরিবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। যদিও পুলিশ মানেনি। তরুণীকে মেরে বেশ কয়েকটি হাড় ভেঙে দেয় অভিযুক্তরা। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে উত্তরপ্রদেশের আলিগড় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আইসিইউ–তে ছিলেন তিনি। অবস্থার অবনতি হতে থাকে। সোমবার তাঁকে দিল্লির সফদরজঙ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মঙ্গলবার সকালে মারা গেলেন তিনি।

ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা উচ্চশ্রেণীর। পরিবারের অভিযোগ, প্রথম দিকে তাদের কোনও সাহায্য করেনি পুলিশ। পরে স্থানীয়রা বিক্ষোভ দেখালে নড়েচড়ে বসে। এই ঘটনার পর আবারও আঙুল উঠল যোগী রাজ্যের প্রশাসনের দিকে।

 

Leave a Reply

error: Content is protected !!