Wednesday, November 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‛লড়ব শেষ তক’ – কথা রাখলেন সামিদা খাতুন! কলকাতার শাহিনবাগে মৃত্যু মহিলার

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : কলকাতার শাহিনবাগ পার্ক সার্কাসে আন্দোলনরত অবস্থায় মারা গেলেন এক মহিলা। জানা গেছে, শনিবার মাঝরাতে সামিদা খাতুন নামের ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় নিকটবর্তী ইসলামিয়া হাসপাতালে। কিছুক্ষণ পরেই রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তীব্র শীতে খোলা আকাশের নীচে দিনের পর দিন বসে থাকার দরুন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার।

গত ২৫ দিন ধরে পার্ক সার্কাস ময়দানের এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন চলছে। রাতেও ঠিকানা এই ময়দানই। ওই অবস্থাতেও আন্দোলনকারীদের সুরে সুর মিলিয়ে সামিদা খাতুনও বলেছিলেন, ‛মরণ এলেও লড়াইয়ের এই ময়দান ছাড়ব না।’ সত্যিই তিনি কথা রাখলেন, বিদায় নিলেন আন্দোলনরত অবস্থাতেই।

উল্লেখ্য, আন্দোলনকারীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‛দিল্লির ঠান্ডায় শাহিনবাগের আন্দোলনকারীরা টিকে আছেন কী করে? নোটবন্দির সময় তো লাইনে দাঁড়িয়ে একশো জনের বেশি মারা গিয়েছেন বলে বিরোধীরা দাবি করে।’ কলকাতার শাহিনবাগ পার্ক সার্কাসের আন্দোলনকারীরা অবশ্য বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষের জবাবে পাল্টা আক্রমণের পথে হাঁটেননি। অনড় নিজেদের অবস্থানে।

Leave a Reply

error: Content is protected !!