নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করে আজ কলকাটায় এক বিশাল মহিলা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জামাআতে ইসলামি হিন্দের মহিলা শাখা ও জামাআতের ছাত্রী সংগঠন গার্লস ইসলামিক অর্গানাইজেশন (জিআইও) বিগত কয়েকদিন থেকেই এই সমাবেশের জন্য জোরদার প্রচার চালিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন এলাকা, পাড়া ও মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সামনে নাগরিকত্ব আইন ও এনআরসির বিষয়ে সচেতন করেছে।
আজ দুপুর ১টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা। হাজী মোঃ মহসীন স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এই মিছিল যাবে। এরপর সেখানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, শুধুমাত্র হাওড়া জেলা থেকেই এই মহিলা সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রায় ৬০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কলকাতা পার্শ্ববর্তী দুই ২৪ পরগণা, হুগলি, নদীয়া, মেদিনীপুর থেকেও প্রচুর বাস আসবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে আজকের কলকাতা ঐতিহাসিক এক মিছিল ও সমাবেশ দেখতে পাবে বলেই মনে করা হচ্ছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন