নয়াদিল্লি, ২২ জানুয়ারি: রাজ্য সরকারকে ১ কোটি ২৫ লক্ষ ডলার (প্রায় ১,০০০) কোটি টাকা অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাঙ্ক। সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে বিশ্বব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সুসংহত সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এই অর্থ দেওয়া হবে। রাজ্য সরকারের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো উন্নয়ন কর্মসূচিতে এটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
