দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান! আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। শুক্রবার থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ শুরু লন্ডনের সাউদাম্পটনে রোজ বোল স্টেডিয়ামে। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে খেলতে নামবে ভারত এবং নিউজিল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৩০ মিনিট আগে। ইংল্যান্ডের মাটিতে সেই দেশের সময় অনুযায়ী সকাল ১১টা থেকেই ম্যাচ শুরু হওয়ার রীতি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তা হচ্ছে না। বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসন টসের জন্য মাঠে নামবেন ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে। ম্যাচ এগিয়ে আসার ফলে পেসাররা বাড়তি সুবিধা পাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ইংল্যান্ডে এই সময় বৃষ্টির আশঙ্কা থেকেই যায়। সেই কারণে আইসিসি একদিন বেশি সময় রেখেছে। ৫ দিনের খেলায় বৃষ্টির জন্য সময় নষ্ট হলে ষষ্ঠ দিনে খেলা হবে। ৩০ মিনিট আগে খেলা শুরু করে আরও কিছুটা বাড়তি সময় ২ দলকে দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।