নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মথুরা : মামার খুনের ঘটনায় জেল থেকেই ক্ষোভ প্রকাশ করলেন গোরক্ষপুরের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কাফিল খান। শনিবার রাত পৌনে ১১টা নাগাদ গোরক্ষপুরের বাড়ির সামনেই তাঁর মামাকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খুলে আপাতত জেলে রয়েছেন কাফিল খান। তাঁর উপর আরোপ করা হয়েছে জাতীয় নিরাপত্তা আইনের মামলা।
মামার খুনের ঘটনায় একরাশ ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করে কাফিল বলেন, ‛এখন আমি আমার পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ছি। ২০১৮ সালে ঠিক এভাবেই আমার ভাইয়ের উপর হামলা হয়েছিল।’ এদিন কাফিলকে অত্যন্ত দুঃখিত ও চিন্তিত দেখাচ্ছিল। মামার অকস্মাৎ হত্যা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। অশ্রুসিক্ত নয়নে বারবার বলছিলেন, ‛মামার জানাযায় যেতে না পারাটা অনেক কষ্টের।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps