Thursday, December 5, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিপাকে বিজেপি! ভুল মূর্তিতে মাল্যদান, অমিত শাহ প্রকাশ্যে ক্ষমা না চাইলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মুণ্ডা সমাজের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিরসা মুণ্ডার মূর্তিতে অমিত শাহের ফুল দেওয়াকে ঘিরে বিতর্ক চলছেই। অন্য মূর্তিতে ফুল দিয়ে বিরসা মুণ্ডাকে অপমান করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই অভিযোগ করেছে মুণ্ডা সমাজ। তাদের দাবি, অমিত শাহকে দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না চাইলে দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মুণ্ডা সমাজ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় অস্বস্তিতে বাড়ে বিজেপির। যা নিয়ে পদ্ম বাহিনীর দিকে কটাক্ষের কাঁটা ছুঁড়ে তৃণমূল। দলের টুইটার হ্যান্ডেলারে লেখা হয়, ‘আবারও বহিরাগত একই কাজ করলেন। অন্য একজনের মূর্তির পায়ের কাছে ভগবান বীরসা মুণ্ডার ছবি রেখে মাল্যদান সত্যিই অপমানকর। এই ধরণের আচরণে বাংলার সংস্কৃতি উপেক্ষিত। তিনি (অমিত শাহ) কি কখনও বাংলাকে সম্মান করবেন?’ টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও ট্যাগ করা হয়ে।

সেই ঘটনায় এবার সরব হল মুণ্ডা সমাজ। তারা অমিত শাহকে দ্রুত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হুঁশিয়ারি দিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!