দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষকদের পাশে দাঁড়ালেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বিজেন্দ্র সিংহ। কেন্দ্রীয় সরকার বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না করলে খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন বলেও জানালেন তিনি।
কৃষকদের সমর্থনে আগেই মুখ খুলেছিলেন বিজেন্দ্র। রবিবার সটান নিজে সিঙ্ঘু সীমানায় হাজির হন। সেখানে বলেন,‘‘সরকার তিনটি কালো আইন প্রত্যাহার না করলে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেব।’’
Tags:Farm Law 2020