Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র লিখে রাখুন, ২মে রাজভবনে গিয়ে জমা দিতে হবে: শুভেন্দু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন পদত্যাগ করবেন ? মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র লিখে রাখুন, আগামী 2মে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে । আজ রায়গঞ্জে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

কোচবিহারের শীতলকুচির ঘটনা নিয়ে গতকাল বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন তৃণমূল সুপ্রিমো ৷ অভিযোগ করেন, অমিত শাহের উস্কানিতেই কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে গুলি চালিয়েছে ৷ প্রাণ গিয়েছে ৪ ভোটারের ৷ বনগাঁর জনসভায় মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুমি চক্রান্তকারী ৷ অমিত শাহ তুমি পদত্যাগ কর ৷’’

এর আগে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকেও এই ঘটনা নিয়ে বিজেপির সমালোচনা করেছিলেন কড়া ভাষায় ৷ তিনি অভিযোগ করেছিলেন যে, হেরে যাবে বলে বিজেপি গুলি করে লোক মারছে ৷

তিনি বিজেপির বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘‘এত ঔদ্ধত্য আসে কোথা থেকে ? কী অন্যায় করেছিল এরা ?’’ এই ঘটনার জবাব প্রতিটি ভোটের বিনিময়ে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ৷ এই ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । মুখ্যমন্ত্রীর এই দাবি প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কেন্দ্রে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ ক্ষমতায় এসেছে । সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁকে কেন পদত্যাগ করতে হবে ৷’’

শীতলকুচির ঘটনায় প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ৷ কারণ কয়েকদিন আগেই আত্মরক্ষার্থে বাহিনী গুলি চালাতে পারে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন ৷ রাজনৈতিক মহলের অনেকের ধারনা সেই নির্দেশিকাকেই ঢাল করে শীতলকুচিতে ভোটারদের উপর গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী ৷

 

Leave a Reply

error: Content is protected !!