Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মমতাকে আটকাতে উপনির্বাচনে বাধা দেবে নির্বাচন কমিশন, বিস্ফোরক অভিযোগ যশবন্ত সিনহার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের উপনির্বাচনে বাধা দেবে নির্বাচন কমিশন, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-‌সভাপতি যশবন্ত সিনহা। তিনি আশঙ্কা করছেন, ‘‌যে মমতা ব্যানার্জিকে আটকাতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। আর ৬ মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে জিতে আসতেই হবে। মমতা ব্যানার্জির বিধানসভায় যাওয়া আটকে দিতেই ছক কষছে কমিশনের আধিকারিকরা। এ ধরণের খবর তাঁর কাছে রয়েছে বলেও জানান তিনি। কিন্তু কমিশন নির্বাচন করবে বলে মনে হচ্ছে না বলে টুইট করেন যশবন্ত সিনহা।’‌ কমিশন তো বিজেপির হয়ে কাজ করেছে একুশের নির্বাচনে। আর এখনও প্রতিহিংসার রাজনীতি করতে চাইছে কমিশন বলেও তোপ দাগেন বর্ষীয়াণ রাজনীতিবিদ যশবন্ত সিনহা।

প্রসঙ্গত, বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীরা জয়ী হলেও নন্দীগ্রামে হারতে হয় মমতা ব্যানার্জিকে। সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হার স্বীকার করতে হয় মমতা ব্যানার্জিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় ইভিএমে কারচুপি করে হারানো হয়েছে মমতা ব্যানার্জিকে। আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মমতা ব্যানার্জি। কিন্তু নিয়ম অনুসারে ৬ মাসের মধ্যে মমতা ব্যানার্জিকে রাজ্যের অন্য কোনও আসন থেকে ভোটে জিতে আসতে হবে। সেইমতো তৃণমূল কংগ্রেস পরিকল্পনাও করে। দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চ্যাটার্জি ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিতও হন। কিন্তু তিনি পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে। তিনি চান ভবানীপুর থেকে লড়াই করুক মমতা ব্যানার্জি। আর শোভনদেব চ্যাটার্জি রাজ্যের কৃষি মন্ত্রী। সেক্ষেত্রে তাঁকেও ফের জিতে আসতে হবে বিধানসভায়। তিনি খড়দা থেকে উপনির্বাচনে লড়াই করবেন বলেই ধরা হচ্ছে। যদিও এ ব্যাপারে অফিসিয়াল কোনও ঘোষণা এখনও করেনি দল।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!