Saturday, March 15, 2025
Latest Newsদেশফিচার নিউজ

জঙ্গি বিকাশ দুবের সঙ্গে যোগসাজশ ছিল যোগীর ৫০ পুলিশ কর্মীর, দাবি তদন্তকারীদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কমপক্ষে ৫০ জন যোগীর পুলিশ কর্মী-আধিকারিকের। যারা তাকে পুলিশের অন্দরমহলের খবর পাচার করত। সরষের মধ্যেই এমন ভূতের খোঁজ পেয়ে চোখ কপালে ঠেকেছে তদন্তকারীদের। তদন্ত শেষে জমা করা রিপোর্টে এমনটাই জানিয়েছে SIT।

৩২০০ পাতার রিপোর্ট জমা করেছে সিট। তার মধ্যে ৭০০ পাতা জুড়ে উত্তরপ্রদেশের পুলিশের জঙ্গি বিকাশ দুবের যোগসাজশের কথা উল্লেখ করা হয়েছে। সিট জানিয়েছে, এক-দুদিন নয়, দীর্ঘদিন ধরেই এই যোগসাজশ চলছিল। যার দরুণ বিকাশের বিরুদ্ধে পুলিশ স্টেশনে কী পদক্ষেপ করা হচ্ছে, তা আগেভাগেই খবর পেয়ে যেত সে।

বিকাশের সঙ্গে যোগসাজশ করা ৫০ পুলিশ কর্মী ও অফিসারদের উত্তরপ্রদেশে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হবে বলে সূত্রের খবর। এই যোগসাজসের অভিযোগ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধের অভিযোগও সত্য প্রমাণ হয়েছে বলে খবর।

 

Leave a Reply

error: Content is protected !!