Wednesday, March 19, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেওবন্দ মাদ্রাসায় ইসলামিক ফিকহ একাডেমির আন্তর্জাতিক সেমিনার বন্ধ করল যোগী সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেওবন্দ মাদ্রাসায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক সেমিনার বন্ধ করে দিয়েছে যোগী সরকার। ধর্মীয় সংগঠন ইসলামিক ফিকহ একাডেমির পক্ষ থেকে ওই সেমিনারের আয়োজন করা হয়েছিল। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সেমিনারটি দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য সব ধরণের প্রস্ততিও গ্রহণ করেছিল দেওবন্দ মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি না থাকায় অনুষ্ঠানটি বাতিল করা হয়।

অনুমতি না দেওয়ার কারণ হিসেবে উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারী থাকার কথা জানিয়েছে যোগী সরকার। ইসলামিক ফিকহ একাডেমির জেনারেল সেক্রেটারী মাওলানা খালেদ জানান, ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রোগ্রাম আয়োজনের জন্য দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ফিকহ একাডেমির পক্ষ থেকে সবধরণের প্রস্ততি নেওয়া হয়েছিলো, কিন্তু পুরো উত্তরপ্রদেশজুড়ে ১৪৪ ধারা জারী থাকার কারণে আমাদের এই মুহুর্তে প্রোগ্রাম না করার জন্য লিখিতভাবে নিষেধ করা হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!