Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগী সরকার অপরাধীকে বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ! হাথরস কাণ্ডে তীব্র আক্রমণ মেধা পাটকরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস গণধর্ষণ ও হত্যাকাণ্ডে যোগী সরকারকে তীব্র আক্রমন করলেন মেধা পাটকর। তাঁর বক্তব্য, গোটা ঘটনাক্রম এমনভাবে বেঁকে চুরে গিয়েছে যা বিস্ময়কর।

তাঁর কথায়, “যে ভাবে সমস্ত সরকারি কর্মচারী এবং সংগঠন এই মামলায় যুক্ত হয়ে তাকে নিজেদের মত করে সাজিয়েছে তাতে এটা বুঝতে বাকি থাকছে না যে যোগী সরকার অপরাধীকে বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

মেধার দাবি, ‘‘গোটা বিষয়টিই উচ্চবর্ণের পুরুষপ্রধান সমাজের, পীড়িত দলিত নারীর উপর অত্যাচারের কাহিনি।’’ উত্তরপ্রদেশে রোজ এমন ঘটনা ঘটে চলেছে বলেই মনে করেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!