দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ধোপে টিকল না যোগী সরকারের মিথ্যাচার। ধর্ষকদের গোপন করতে হাজার চেষ্টা করেও ফেঁসে গেল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। হাথরসের দলিত তরুণীকে গণধর্ষণের পরে খুন করা হয়েছিল, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেপ্টেম্বর মাসে এই ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। সেই চারজনের বিরুদ্ধেই চার্জশিট পেশ করেছে সিবিআই। তিন মাস ধরে তদন্তের পরে এই কথা জানিয়েছে তারা।
শুধু গণধর্ষণ ও খুনের অভিযোগই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে তফসিলি জাতি/উপজাতি (প্রিভেনশন অফ অথরিটিস) আইনের আওতায় মামলা দায়ের করেছে সিবিআই। দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে হাথরসের একটি আদালতে এই চার্জশিট পেশ করেছে সিবিআই।
গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে ২০ বছরের এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে চার উচ্চবর্ণের যুবকের বিরুদ্ধে। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরে দিল্লির এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কিন্তু তারপরে দেহ পরিবারের হাতে না তুলে দিয়ে জোর করে রাতের অন্ধকারে সেই দেহ পুড়িয়ে দেয় পুলিশ। তারপরেই শুরু হয় বিক্ষোভ। অবশ্য যোগীরাজ্যের পুলিশ দাবি করে পরিবারের ইচ্ছা মেনেই দেহ পোড়ানো হয়েছে।