দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল চালু হলে তার শাস্তির প্রভাব পড়বে শিশুদের উপর । আর কমপক্ষে ৭৭ টি সরকারি ক্ষেত্রে জনগণ বঞ্চিত হবেন । তাই এই বিল চরম মানবাধিকার বিরােধী বলে মন্তব্য করেছেন দারুল উলুম দেওবন্দের সুপারিনটেন্ডেন্ট মুফতি আবুল কাসিম নােমানি ।
উর্দু দৈনিক কওমি আওয়াজ পত্রিকায় মাওলানা নােমানির এই বক্তব্য ফলাও করে প্রকাশিত হয়েছে । নতুন জনসংখ্যা নীতি ২০২১-২০৩০ তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মাওরানা নােমানি বলেন , এই আইনের পরিপ্রেক্ষিতে দুটিরও বেশি বাচ্চার বাবা মায়েদের শাস্তি দেওয়ার সিদ্ধান্তের প্রভাব গিয়ে পড়বে তাদের বাচ্চাদের উপর । এভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রয়ােগ করার প্রয়াস মানবাধিকারের পরিপন্থী । যদি দুটিরও বেশি শিশু জন্মগ্রহণ করে এবং তারা সব ধরণের সুযােগ সুবিধা থেকে বঞ্চিত হয় , তবে এই শিশুদের কিসের দোষ তা নিয়ে প্রশ্ন তােলেন । তাই এই আইন ন্যায়বিচারের ভিত্তিতে নয় , একেবারে ভুল সিদ্ধান্ত বলে তিনি মতপ্রকাশ করেন । তার মতে, বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে এবং ন্যায়বিচারের ভিত্তিতে একটি আইন হওয়া উচিত ।
উল্লেখ্য , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ রবিবার নতুন উত্তর প্রদেশ জনসংখ্যা নীতি ২০২১-২০৩ শীর্ষক যে খসড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পেশ
করেছে। তাতে দুই জনেরও বেশি বাচ্চা থাকা ব্যক্তিরা সরকারি চাকরি পাবেন না এবং তারা স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যােগ্য হবেন না ।
শুধু তাই নয় , খসড়া প্রস্তাব অনুযায়ী , যেখানে এক ও দুটি শিশু রয়েছে তাদের সরকারি সুযােগ – সুবিধায় বিশেষ সুবিধা দেওয়া হবে । আর যাদের দুটির বেশি সন্তান তারা ৭৭ ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত হবে ।