দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে আইন ভাঙার জন্য ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ সহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যোগীর পুলিশ। রবিবার হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। সঙ্গে করে ১০ জনকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি হাথরস যাওয়ার সময় সঙ্গে করে অনেক লোককে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের।