Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হাথরসের পথে আটক মুসলিম সাংবাদিকের বিরুদ্ধে ইউএপিএ ধারা দিল যোগীর পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবার রাতে উত্তরপ্রদেশ পুলিশ মথুরা থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁরা হাথরসে যাচ্ছিলেন। বুধবার তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। ইউএপিএ আইনের ১৭ নম্বর ধারায় ‘জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ’-এর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

ধৃতদের মধ্যে আছেন এক সাংবাদিক। তিনি কেরলের এক ওয়েবসাইটে কাজ করেন। পুলিশের ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে লেখা হয়েছে, গ্রেফতার হওয়া চারজন একটি ওয়েবসাইট চালান। সেই সাইটের মাধ্যমে দাঙ্গায় উস্কানি দেওয়া হয়। দাঙ্গাকারীদের অর্থ যোগানো হয়।

উত্তরপ্রদেশ পুলিশের দাবি, আগে থেকেই তাদের কাছে খবর ছিল, সোমবার সন্দেহভাজন কিছু লোক দিল্লি থেকে হাথরসে আসছেন। ওই দিন মথুরায় একটি গাড়ি থেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় আতিক-উর-রহমান, মাসুদ আহমেদ, আলম ও সিদ্দিক কাপ্পান নামে চার জনকে। তাঁদের তিনজন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সদস্য।

সিদ্দিক কাপ্পান কেরলের একটি জনপ্রিয় নিউজ পোর্টালের সাংবাদিক (কন্ট্রিবিউটর)। আদপে কেরলের বাসিন্দা হলেও দিল্লিতে সাংবাদিকতা করেন কাপ্পান। তিনি আবার ‘কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস’— এর দিল্লি শাখার সভাপতি। অন্য তিন জনের সঙ্গে কাপ্পানের বিরুদ্ধেও এইউএপি ধারা দেওয়ায় যোগী পুলিশের বিরুদ্ধে সরব সংশ্লিষ্ট মহলের একাংশ।

 

Leave a Reply

error: Content is protected !!