Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ‍্য ফের দলিত নির্যাতন, এবার এক যুবককে নির্মমভাবে করা হল মারধর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের দলিতের উপর অত্যাচার। ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকা। ঘটনাটি ঘটে দু’‌দিন আগে। ২০ বছরের ওই দলিত তরুণকে নির্মমভাবে মারধর। ঘুসি, লাথি, লাঠিপেটা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তরুণটি ওই গ্রামে তাঁর প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে যান। তখনই প্রেমিকার বাড়ির লোক ও গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলেন। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারধরের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

জানা গেছে, দলিত তরুণকে তাঁর জাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল অভিযুক্তরা। তরুণ একটি বিশেষ জাতের নাম বলার পর মারধর আরও বাড়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, সাদা জামা পরা ওই তরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এরপর নিম্নাঙ্গের পোশাক নীচে নামিয়ে দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করা হচ্ছে। দীর্ঘক্ষণ মারধরের পর তরুণের কাতর আবেদনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পর তরুণকে কানপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানপুর দেহাতের অতিরিক্ত এসপি ঘনশ্যাম চৌরাসিয়া বলেন, ‘‌ভিডিওটি দেখেই মামলা দায়ের করা হয়েছে। একজনকে চেনা গেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দু’জনকে মারধর করতে দেখা গিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে। তদন্তে একটি দল গঠন করা হয়েছে।’

Leave a Reply

error: Content is protected !!