দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুখেই শুধু প্রতিশ্রুতির। কিন্তু কাজের বেলায় একেবারে ব্যর্থ। গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যকে। একাবারে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বিজেপি শাসিত যোগীরাজ্যের। অক্সিজেনের অভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। কিন্তু কেউ সহায়তায় এগিয়ে এলেই তাকে দেশ বিরোধী আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করছে যোগী প্রশাসন।
করোনার মহামারীটিতে অক্সিজেনের অভাবে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে অনেক এনজিও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ভারতের বেশিরভাগ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য সুবিধাও নেই। যাতে করোনার রোগীদের জীবন বাঁচানো যায়। অক্সিজেনের অভাবে দেশজুড়ে হাহাকার। তাঁর মধ্যেই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
তবে উত্তরপ্রদেশের যোগী সরকার এটা হজম করতে পারছে না। কারণ যোগী সরকার এই মহামারী চলাকালীন সহায়তা করতে এগিয়ে আসা লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের জৌনপুরে একজন অ্যাম্বুলেন্স চালক তাঁর স্ত্রীর গহনা বিক্রি করে অক্সিজেন কিনে করোনায় আক্রান্ত রোগীদের বাঁচাতে সেই অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। তবে এর জন্য যোগী সরকার পুরষ্কার না দিয়ে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এক্ষেত্রে হিন্দি এক চ্যানেলের সাংবাদিক শচীন গুপ্ত তথ্য দেওয়ার সময় যোগী সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেন, “ইউপির জৌনপুর পুলিশ অ্যাম্বুলেন্স চালক রিতেশ ওরফে ভিকিয়ের বিরুদ্ধে মামলা করেছে, যে কিনা নিজের স্ত্রীর গহনা বিক্রি করে লোকদের মধ্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করছেন। ভিকি এ পর্যন্ত ২৭-২৮ রোগীর জীবন বাঁচিয়েছে। এজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। ” আপনাকে বলি যে জৌনপুরে অ্যাম্বুলেন্স চালক মানবতার স্বার্থে কাজ করেছেন। জনগণের দ্বারা তিনি প্রশংসিত হচ্ছেন।
উল্লেখ্য, এই অ্যাম্বুলেন্স চালক রিতেশ শুধু জৌনপুরেই নয়, বরং উত্তরপ্রদেশ অক্সিজেন ম্যান হিসাবে পরিচিতি লাভ করেছেন।