দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আপনি গরীব কিংবা কৃষকদের প্রধানমন্ত্রী নন। আপনি আদানি এবং আম্বানিদের প্রধানমন্ত্রী, সুইসাইড নোটে নরেন্দ্র মোদীকে ‘স্বৈরাচারী’ তকমা দিয়ে এবং কৃষক আন্দোলনের সমর্থনে আত্মঘাতী হলেন এক পাঞ্জাবী আইনজীবী। আত্মঘাতী আইনজীবীর নাম অমরজিৎ সিং বলে জানা গিয়েছে। তিনি পঞ্জাবের ফাজিলকা জেলার জালালাবাদের বাসিন্দা ছিলেন। বিষ খেয়েছিলেন অমরজিৎ। তাঁকে রোহতকের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, টিকরি সীমান্তের যেখানে কৃষকদের প্রতিবাদ চলছে তার কয়েক কিলোমিটার দূরেই তিনি আত্মঘাতী হন। প্রধানমন্ত্রীর উদ্দেশে সুইসাইড নোটে লিখলেন, কৃষকদের সমর্থনেই তাঁর এই আত্মবলিদান। পুঁজিপতিদের পেট ভরাচ্ছেন মোদী, এদিকে প্রতারিত হচ্ছে কৃষক ও মজুররা, লিখেছেন এ কথাও।
তাঁর সুইসাইড নোটটি আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীদর উদ্দেশে লেখা এক চিঠি। চিঠির শুরুতেই মোদিকে স্বৈরাচারী হিসেবে তকমা দিয়েছেন অমরজিৎ। তারপর লিখেছেন, ‘অনেক দুঃখের সঙ্গে বলছি, আপনি আদানি এবং আম্বানির মতো স্পেশ্যালদের প্রধানমন্ত্রী। কিন্তু কৃষক এবং শ্রমিকরা প্রতারিত হচ্ছেন। পুঁজিপতিদের পেট ভরাতে গিয়ে সাধারণ মানুষ এবং কৃষির সর্বনাশ করছেন আপনি। সামাজিকভাবে জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি।’