Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛পাঞ্জাবি পরে লম্বা দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না’, মোদীকে খোঁচা তৃণমূল সাংসদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‛পাঞ্জাবি পরে লম্বা দাড়ি রাখলেই রবীন্দ্রনাথ হয়ে যায় না’, এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে তরজা চলছে দুই রাজনৈতিক দলের। শনিবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণে বিঁধেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি অভিযোগ করেছেন বাইরে থেকে বিজেপির পর্যটক এসে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে। দাড়ি রাখলে আর লম্বা পাঞ্জাবি পরলে কেউ বিশ্বকবি হয়ে যান না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন বিজেপির পর্যটকরা রাজ্যে এসে বাংলার সংস্কৃতি নষ্ট করছে। সরাসরি মোদী অমিত শাহকে আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেছেন, দাড়ি রাখলে আর লম্বা পাঞ্জাবি পরলে বিশ্বকবি হওয়া যায় না।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন না জানানো নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিেত। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। বিজেপি পাল্টা চিঠি প্রকাশ করে দাবি করেছে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। মমতা পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেছেন সেটা বিজেপির অনুষ্ঠান ছিল।

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে বিজেিপ। নানা নামে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপ খুলে রাজ্যের নামে অপ প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গে একমাত্র মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ। তার পরেও বিেজপির মহিলা নেত্রীরা রাজ্যের নামে অপপ্রচার চালাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল রাজ্যের নারী নিরাপত্তা সবচেয়ে বেশি সরব হয়েছেন। পুলিস প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

কাকলি ঘোষ দস্তিদারক অভিযোগ করেছেন রাজ্যের উন্নয়ন নিয়ে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। রাজ্যে জন্য প্রশংসনীয় উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অপপ্রচার চালাচ্ছে বিজেপি। অভিযোগ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। প্রসঙ্গত গত কয়েকদিনে বিজেপি মমতার বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে গিেয়ছেন। রাজ্যে অনুন্নয়নের অভিযোগ করে পরিবর্তনের পরিবর্তন চাই বলে হুঙ্কার দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কৃষি আইন কৃষক বিরোধী। তাই এই আইনের প্রত্যাহার চাই। ফের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। কাকলি ঘোষ দস্তিদার আক্রমণ শানিয়ে বলেছেন, রাজ্যেরল মানুষের জন্য অনেক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসী আর কিছু চান না। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কৃষক আইনের বিরোধিতা করার জন্য সরাসরি মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৭০ লক্ষ কৃষককে িকষাণ নিধি প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!