Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘ভুল করেছি’, বললেন গোমূত্র খেয়ে অসুস্থ যুবক

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস থেকে বাঁচতে গোমূত্র খেয়েছিলেন ঝাড়গ্রাম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামদা এলাকার বাসিন্দা শিবু গড়াই। করোনা আশঙ্কায় শিবুবাবু মঙ্গলবার রাতে এক ছিপি গোমূত্র গলায় ঢালেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এখন শিবু অবশ্য বলছেন, ‘খুব ভুল করেছি। করোনা ঠেকাতে আমার মতো আর কেউ যেন গোমূত্র পান না করেন।’ বছর বিয়াল্লিশের শিবু জানান, ‛পরিবারে আমিই রোজগেরে। তাই আমার করোনা হলে ব্যবসা লাটে উঠবে, এমন আশঙ্কাতেই গোমূত্র খেয়েছিলাম। অন্ধবিশ্বাসে ভে‌বেছিলাম, প্রতিষেধকের কাজ করবে। অসুস্থ হয়ে বুঝেছি কী ভুল করেছি।’

দিন ১৫ আগে বন্ধুদের সঙ্গে মায়াপুরে বেড়াতে গিয়েছিলেন শিবু। দু’দিন সেখানে ছিলেন। ফেরার সময় দেড়শো টাকা দিয়ে কিনে আনেন ৪০০ মিলিলিটারের গোমূত্রের শিশি। সেই গোমূত্র খেয়েই নাকি অসুস্থ বোধ করতে থাকেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, শিবুর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। শিবু পেশায় কাপড়ের ব্যবসায়ী। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তিনি।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!