Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই! প্রিয়াঙ্কা রেড্ডির পৈশাচিক ধর্ষণের বিরুদ্ধে যুবকদের প্রতিবাদ

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, বিরাটি : হায়দরাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষন করে পৈশাচিকভাবে পুড়িয়ে মারার ঘটনায় ধৃত ৪ জন অভিযুক্তের চরম শাস্তির দাবি জানাল এসআইও উত্তর ২৪ পরগণা জেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে আজ বিরাটি রেল স্টেশনে একটি প্রতিবাদ সভা ও মানব বন্ধনের আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ সভায় সংগঠনের জেলা সভাপতি মহঃ আশরাফুজ্জামান বলেন, ‍‛সরকার যতদিন পর্যন্ত ধর্ষকদের কোনও দৃষ্টান্তমূলক শাস্তি না দিচ্ছে, ততদিন আমাদের মা বোনদের উপর হায়েনাদের এমন পাশবিক অত্যাচার চলতেই থাকবে।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

জেলা সম্প্রসারন সম্পাদক সামির হোসেন ধর্ষণের প্ররোচনামূলক সমস্ত জিনিসকে নিষিদ্ধ করার জন্য সরকারকে ইতিবাচক ভুমিকা নেওয়ার দাবি জানান। সংগঠনের রাজারহাট ব্লকের সভাপতি মিজানুর হক বলেন, ‛নির্ভয়া, আসিফা, প্রিয়াঙ্কা, একের পর এক তালিকা বেড়েই চলেছে কিন্তু কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরণের কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। এর বিরুদ্ধে এসআইও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

সংগঠনটির হাড়োয়া ব্লক সভাপতি ফারহাদ উদ্দিন আমিন বলেন, ‛ঘটনার রাতে খুনীরা নিজেরা মদ খায় এবং প্রিয়াঙ্কাকেও জোর করে মদ পান করায়।’ তিনি মদের বিভীষিকা ও সামাজিক জীবনে তার কুপ্রভাব সম্পর্কে আপামর জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এদিনের সভায় উপস্থিত ছিলেন এসআইওর জেলা সাংগঠনিক সম্পাদক কামানুর জামান, কিশোর অঙ্গন সম্পাদক মুস্তাকিম বদ্দি প্রমুখ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!