Thursday, September 19, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

পকেটে হাত দিয়ে অলিম্পিকে পদক, ভারতে আসছেন তুরস্কের ‘ভাইরাল’ শুটার ইউসুফ

দৈনিক সমাচার, নয়াদিল্লি: মাসখানেক আগে ‘ক‌্যাজুয়াল গেট আপ’ নিয়ে প্যারিস অলিম্পিকের শুটিং রেঞ্জে দেখা দিয়েছিলেন ইউসুফ ডিকেচ। হালকা চালে ডান হাতে ধরা স্পোর্টস পিস্তল। বাঁ হাত পকেটে ঢোকানো। মাথায় কাঁচাপাকা অবিন্যস্ত চুল, সাদামাটা চেহারা, চোখে চশমা এবং ইয়ারবাড। মুহূর্তের মধ্যেই তুরস্কের এই পিস্তল শুটারের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশেষত শুটিংয়ের সময় তাঁর অত্যন্ত অনায়াস ভঙ্গিমায় মজে গিয়েছিলেন নেট নাগরিকরা।

১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে এক পয়েন্টের জন্য ফাইনালে ওঠা হয়নি ইউসুফের। আর অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সেভাল ইলায়েড তারহানকে সঙ্গী করে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠে রুপো পেয়েছিলেন তিনি। তবে ডিকেচের পদক জয়ের থেকেও বেশি প্রচার পায় তাঁর স্টাইল। এবার ইউসুফের সেই শৈলীই দেখা যাবে ভারতে! কারণ আগামী ১৩ অক্টোবর থেকে দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে বসতে চলেছে বিশ্বকাপ ফাইনালের আসর। সেখানেই লড়তে আসবেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!