Friday, March 14, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ, মোটা অঙ্কের জরিমানা জাকির নায়েকের ‘পিস টিভি’কে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টিভির পর্দায় নানা বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে। ক্রমাগত খুনের জন্য উসকানি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে পৌনে তিন কোটি টাকা জরিমানা করা হল জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েকের চ্যানেল ‛পিস টিভি’র বিরুদ্ধে।

জাকিরের পিস টিভি এবং পিস টিভি উর্দু- এই দুই চ্যানেলকে ৩ লক্ষ পাউন্ড জরিমানা করেছে ব্রিটেন। ভারতীয় মুদ্রায় আনুমানিক ২ কোটি ৭৫ লক্ষ টাকা। লর্ড কমিউকেশনসের আওতায় রয়েছে পিস টিভি। এদিকে ক্লাব টিভির অন্তর্ভূক্ত পিস টিভি উর্দু। এই দুটি চ্যানেলকে জরিমানা করেছে ইউকে কমিউনিকেশন সার্ভিস রেগুলেটর।

ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রতিনিয়ত যারা নজরদারি চালায়, সেই Ofcom-এর তরফে জানানো হয়েছে, ‛সম্প্রচারের নিয়ম ভাঙার কারণে এই দুটি চ্যানেলের লাইসেন্সধারীদের জরিমানা দিতে হবে। তদন্ত করে দেখা গিয়েছে, এই চ্যানেলগুলিতে হিংসামূলক বক্তব্য পেশ করা হয়। অত্যন্ত আপত্তিকর কিছু বিষয় মানুষের সামনে তুলে ধরা হয়, যা থেকে অপরাধমূলক কাজে উৎসাহ পেতে পারেন দর্শকরা।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!