দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির রাজ্যসভার সাংসদ এবং জি মিডিয়া গ্রুপের কর্তা সুভাষ চন্দ্র মুম্বইয়ের কাফে প্যারেড অঞ্চলের বাংলো ভাড়া দিয়েছেন চিনা দূতাবাসকে। গত ২৯ জুন সুভাষ চন্দ্রের অ্যাটর্নি ভূপতি আরোতে এবং চিনের উপ-রাষ্ট্রদূত হুয়াং জিয়াং চুক্তি স্বাক্ষর করেছে। ঘটনাচক্রে এমন একটা ঘটনা ঘটেছে গালওয়ানে ভারত-চিনের রক্ত ক্ষয়ী সংঘাতের দিন পনেরোর মধ্যে।
সুভাষ চন্দ্র গোষ্ঠীর জি মিডিয়াকে বারবার জাতীয়তাবাদের আওয়াজ তুলে চিনের বিরোধিতা করতে দেখা গিয়েছে। শুধু তাই নয় চিনা পণ্য বয়কটের লাইন ধরে সওয়াল করতে দেখা গিয়েছে। জি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র হলেন এই গোষ্ঠীর ফ্লাগশিপ কোম্পানি এন্টারটেইনমেন্টের বোর্ড অফ ডিরেক্টরসের নন এক্সিকিউটিভ ডিরেক্টর।
মুম্বইতে যে বাংলোটি ইজারা দেওয়া হয়েছে চিনের দূতাবাসের জন্য সেটি জলি মার্কেট ওয়ান এ অবস্থিত। চিনা দূতাবাসের পক্ষ থেকে সুভাষ চন্দ্রকে ৫৮.৮০ লক্ষ টাকা চেক মারফত দেওয়া হয়েছে, যাতে নয় মাসের ভাড়া এবং ফেরতযোগ্য ১৪.৭০ লক্ষ টাকা ডিপোজিট রয়েছে। দুই বছরের জন্য করা এই ভাড়ার চুক্তি শুরু ২০২০ সালের ১ জুলাই থেকে এবং তা শেষ হচ্ছে ২০২২ সালের ৩০ জুন।
চিনা দূতাবাস এই বাংলোটি ব্যবহার করবে তাদের পরিবারসহ অফিসার ,কর্মী এবং অতিথিদের শুধুমাত্র থাকার জন্য। গাল ওয়ান উপত্যকায় ভারত চিন সংঘর্ষের ফলে দেশজুড়ে চিন বিরোধী সেন্টিমেন্ট দানা বাঁধে। কেন্দ্রীয় সরকার বেশকিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করে। তাছাড়া চিনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণের কথা উঠে এবং দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। সেই অবস্থায় একটি সংবাদমাধ্যমের কর্তার চিনের দূতাবাসের সঙ্গে এমন চুক্তি ঘিরে প্রশ্ন উঠবে বলাই বাহুল্য।