দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হল এক আন্দোলনকারীর। নিহতের নাম দীপাজ্বল দাস। গুয়াহাটির লাসিত নগরে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নিহত যুবকের বাড়ি অসমের ছয়গ্রামে। গুয়াহাটির সৈনিক ভবনের কেন্টিনের কর্মী দীপাজ্বল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন