Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

রিভিউ পিটিশনের কোনও ‛যথার্থতা’ নেই! অযোধ্যা রায়ের বিরুদ্ধে ১৮টি আর্জিই খারিজ সুপ্রিমকোর্টে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা নিয়ে রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ১৮টি পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার সেই আবেদনগুলি শোনে। এরপর ওই ১৮টি রিভিউ পিটিশনই খারিজ করে দেওয়া হয়। অযোধ্যা মামলায় নিয়ে শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে দাখিল করা সব রিভিউ পিটিশনই খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। রিভিউ পিটিশনের কোনও ‛যথার্থতা’ নেই বলেই মনে করেছেন শীর্ষ আদালতের পাঁচ বিচারপতি।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আবেদনকারীদের মধ্যে হিন্দু মহাসভা ও মুসলিম পার্সোনাল ল’ বোর্ড-সহ অন্য হিন্দু-মুসলিম সংগঠন ছিল। হিন্দু মহাসভার তরফে যেমন মসজিদের জন্য বিকল্প জমির বিরোধিতা করা হয়েছিল, তেমনই বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতির বিরোধিতা করেছিল জমিয়েত উলেমায়ে হিন্দ। রিভিউ পিটিশান বাতিল হওয়ার পরে আবেদনকারীদের সামনে একটিই রাস্তা খোলা আছে। তাঁরা এখন কিউরেটিভ পিটিশন ফাইল করতে পারেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!