Friday, November 22, 2024
ইতিহাসফিচার নিউজ

১০ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১০ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৬৭৫ – রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়
  • ১৮২১ – মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়
  • ১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
  • ১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়
  • ১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে
  • ১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক সেভ্র্‌ চুক্তি (Traité de Sèvres) স্বাক্ষরিত হয়
  • ১৯৩৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে
  • ১৯৪৫ – দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়
  • ২০১৭ – উত্তরপ্রদেশের বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ৭০-এর অধিক শিশুর
  • বিমান বাহিনী দিবস (আর্জেন্টিনা)

Leave a Reply

error: Content is protected !!