Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি শাসিত গুজরাতে বিশেষ ক্ষমতাসম্পন্ন বোনকে ধর্ষণের পর গলা কেটে খুন, গ্রেফতার অভিযুক্ত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিত্যদিনের খুন-ধর্ষণের ঘটনা ডাল ভাতে পরিণত হয়েছে। ধর্ষককে শাস্তি দেওয়ার বদলে তার পক্ষ নিয়ে মিছিল বের করা হচ্ছে। ফল হিসেবে বেড়েই চলেছে খুন-ধর্ষণ। এবার বিজেপি শাসিত গুজরাতে নিজের বিশেষ ক্ষমতাসম্পন্ন তুতো বোনকে ধর্ষণের পর গলা কেটে খুনের অভিযোগে গ্রেফতার করা হল নিতিন মালি নামে ২৫ বছরের যুবককে। শনিবার ঘটনাটি ঘটেছে গুজরাতের বনসকাঁঠা জেলার দান্তিওয়াড়া এলাকায়।

ডিসার ডিএসপি কুশল ওঝা রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মোতি ভাখর গ্রামের একটি পুকুরের পাড়ে গলা কাটা লাশ উদ্ধার হয়েছিল শনিবার সকালে। শুক্রবারই বিশেষ ক্ষমতাসম্পন্ন ১২ বছরের এক বালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মুণ্ডহীন দেহ এবং তার কিছু দূর থেকে মাথাটি উদ্ধার করে। শনাক্তকরণের পর পুলিশ বুঝতে পারে দেহটি নিখোঁজ হওয়া ওই বালিকার। এরপরই তদন্তে নেমে স্থানীয় সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে শুক্রবার নিতিনের বাইকে চড়ে বালিকাকে যেতে দেখা গিয়েছিল। পুলিশের প্রাথমিকঅনুমান, ধর্ষণের পর ধরা পড়ার হাত থেকে বাঁচতেই বালিকাকে খুন করেছিল নিতিন। জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুবেন দেসাই ঘটনাস্থলে যান এবং মৃতার পরিবারের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দেন।

 

Leave a Reply

error: Content is protected !!