Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

টানা দু’মাস গৃহবন্দি আব্দুল্লাহরা! অবশেষে দলীয় নেতাদের দেখা করার অনুমতি দিল প্রশাসন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে ফারুক আবদুল্লাহ এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাহর সঙ্গে ন্যাশনাল কনফারেন্স প্রতিনিধিদলকে দেখা করার অনুমতি দিল প্রশাসন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে টানা প্রায় দু’মাস পর কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলীয় নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে প্রশাসন। অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো ফারুক ও ওমরকেও সতর্কতামূলক গ্রেফতার ও গৃহবন্দি করে প্রশাসন।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রবিবার সকালে একটি প্রতিনিধি দল যাবে আবদুল্লাহদের সঙ্গে দেখা করতে। ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দ্র সিং রানার নেতৃত্বে এই প্রতিনিধি দল প্রাক্তন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। উল্লেখ্য, সোমবারই কাশ্মীরের নির্বাচন কমিশনার স্থানীয় ব্লক পর্যায়ের ভোট ঘোষণা করেছেন। তারপরই গত আড়াই মাস ধরে গৃহবন্দি থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে মুক্তি দেয় প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!