দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে দেশবাসীকে ২৫১ টাকায় স্মার্টফোন দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু সেই ফোন আর হাতে এসে পৌঁছয়নি। উলটে প্রি-বুকিং করে টাকা খুইয়েছিলেন অনেকে। দীর্ঘ ৫ বছর পর ‘প্রতারক’ মোহিত গোয়েলকে গ্রেফতার করল পুলিশ। চার সঙ্গী-সহ মোহিতের বিরুদ্ধে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন রাজ্যে।
উত্তরপ্রদেশের, পাঞ্জাব, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে মোহিত ও তাঁর চার বন্ধুর নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে চলতি সপ্তাহে নয়ডার অফিস থেকে মোহিতকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই প্রথমবার নয়, এর আগে প্রতারণার অভিযোগে তাঁদের তিনটি ব্যবসা বন্ধ করেছিল পুলিশ।
রবিবার নয়ডার অফিস থেকে মোহত ও তাঁর এক সঙ্গী ওমপ্রকাশ জাঙ্গীরকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। বাকি তিন প্রতারক-সুমিত যাদব, রাজীব কুমার এবং প্রবীণ সিং নিরওয়ানের খোঁজ চলছে। মোহিতদের ডেরা থেকে দুটি দামী গাড়ি ও ৬০ কেজি ড্রাই ফ্রুট উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, এর আগে প্রতারণার অভিযোগে মোহিতের তিনটি ব্যবসা বন্ধ করে দিয়েছিল তাঁরা।