Sunday, February 23, 2025
ইতিহাস

২০ জুন – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২০ জুন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ৬৩৮ – মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ
  • ১৭০২ – মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন
  • ১৭৫৬ – অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।
  • ১৭৫৬ – নবাব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়
  • ১৭৫৬ – ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার
  • ১৮৩৭ – রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
  • ১৮৫৮ – গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে
  • ১৯১১ – নারী জাগরণের কবি সুফিয়া কামালের জন্ম
  • ১৯১২ – পোলান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিস্কার করতে সক্ষম হন
  • ১৯৪৭ – বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলিতে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত
  • ১৯৭২ – অভিনেতা রাহুল খান্নার জন্ম
    আজ বিশ্ব শরণার্থী দিবস

Leave a Reply

error: Content is protected !!