Sunday, May 19, 2024
ইতিহাসফিচার নিউজ

২৩ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৩ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ৬৩৪ – ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইন্তেকাল করেন
  • ১৩২৮ – ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন
  • ১৭৭০ – দার্শনিক হেগেলের জন্ম
  • ১৮২১ – মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে
  • ১৮২৫ – বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়
  • ১৮৩৩ – ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়
  • ১৮৩৯ – ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়
  • ১৮৬৬ – প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়
  • ১৮৯৮ – কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম
  • ১৯৩৯ – হিটলারের নেতৃত্বে জার্মানী এবং ষ্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়
  • ১৯৪২ – স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়
  • দাস ব্যবসা ও এর বিলোপের স্মরণে আন্তর্জাতিক দিবস

Leave a Reply

error: Content is protected !!